আমার অঙ্গীকার
অমিতাভ সরকার
আমি শিক্ষক আমি শিক্ষিকা
ভাঙ্গতে পারি, গড়তে পারি
আমার আছে মেধা।
আমি শিক্ষক আমি শিক্ষিকা
শিখতে পারি, শেখাতে পারি
আমার আছে ক্ষুধা।
আমি তোমাদের অনেক
বকতে পারি, বোঝাতে পারি
আমার বুকে ভালবাসা।
তোমায় সাথে নিয়ে পেরোব --
দুর্গম গিরি, অরণ্য, মরু
আমার দুচোখ ভরা আশা।
আমি শিক্ষক আমি শিক্ষিকা
শিক্ষার্থী আমার সম্বল
খাতা, বই, কলম হাতিয়ার।
পাল্টে দিতে আমিই পারি
আলোর শিখা আমিই ধরি
ভাঙ্গতে অন্ধকারের কারাগার।
অস্ত্রহাতে রক্তচক্ষু শাসকের
সম্মুখে, আমিই বলতে পরি--
" দড়ি ধরে মারো টান "।
আমার শ্রমে আর যত্নে
ললিত হয়, অঙ্কুরিত হয়
নবজীবনের জয়গান।
No comments:
Post a Comment