শিক্ষাগুরু
বিপ্লব গোস্বামী
শিক্ষা হলো প্রদীপ শিখা
ঘুচায় আঁধার কালো,
শিক্ষক হলেন আলোর দিশারী
জ্বালান মনে আলো।
ধূপের কাঠির ন্যায় শিক্ষক
নিজেই পুড়ে যান,
শূন্য করে নিজের ভাণ্ড
জ্ঞান করেন দান।
যেদিন আমার চোখ ফোটেনি
নিকষ কালো রাত,
তিনিই সেদিন দেখিয়ে ছিলেন
আলোর সুপ্রভাত।
যার কাছেতে শিক্ষা নিয়ে
যাত্রা হলো শুরু,
তিনিই হলেন আলোর দিশারী
তিনিই শিক্ষা গুরু।
যার আশিসে পদ্য লিখি
যার আশিসে কবি,
এসব কিছুই আমার নয়তো
তার শেখানো সবই।
No comments:
Post a Comment