Friday, May 2, 2025


 

নববর্ষ তোমাকে 
কেতকী বসু

সকালের নতুন সূর্যের তাপ ছড়িয়ে পড়ে

ঘুম ভাঙা মোবাইলের সাথে

হাতের আঙুলের ভিতরে তখন
টাইপ এর বন্যা,সাজানো কারুকাজের ভিতর
তখন নিজেকে দেখার উৎসাহে
নির্মল আনন্দ হারিয়ে গিয়েছে
আমাদের সাজানো ঘরে
বাতাসের গুমোট অভ্যেসে

ভোরের উঠোনে তখনও কিছু ফুল ফুটে  থাকলেও
দেখার সুযোগ হারিয়ে চোখ চলে যাচ্ছে সমালোচনায়
আত্ম দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছে পড়ে থাকা বাসী থালা
উড়ো চিলের গলায় তখনো একই সুর
নৈব নৈব  করে পুজোর প্রস্তুতি সেরে
সাইরেন বাজে বি বি সি নোটিফিকশনে

আমরাও খুঁজে যাই সেই ছোট বেলার

নববর্ষকে।

No comments:

Post a Comment