Friday, May 2, 2025


 

নববর্ষ 

বেলা দে 


"গাছে গাছে ফুল ফুটেছে 

নববর্ষের ডাক এসেছে
তুমি আমার বন্ধু হও
নববর্ষের কার্ড লও"

চিরকুটে নববর্ষের ফুল আঁকা কার্ড হাতে পড়তেই আমার তরফ থেকে সঙ্গে সঙ্গে রিটার্নের প্রস্তুতি, সে পাড়ার বন্ধু হোক অথবা স্কুলের, খুদেবেলায় ওইটুকুতেই কত আনন্দ। ও যেমন ফুলের ছবি দিয়েছে আমি অন্য আঁকা চিন্তা ভাবনার পর ফ্রকপড়া কার্ড হাতে ধরা একটা মেয়ের ছবি এঁকে ওতে ভিন্ন একটা কবিতা লিখে হাতে গুঁজে দিয়েছি। এদিনের মতন রকমারি কার্ড বাজারে আসেনি আর পয়সা চাইবো কার কাছে। আজ তো ছেলেবেলা হারিয়ে গেছে অতি প্রাচুর্যের মেঘে, উপরিপাওনা এন্ড্রয়েড ফোন,  মা অথবা বাবা হাতে ধরিয়ে দেন শৈশবাবস্থায়, ওদের নববর্ষ হ্যায় হ্যালোতে শেষ একটু পাখা গজাতেই রেস্তোরাঁ অথবা বন্ধুত্বের ঠেকে, এখন তো বন্ধুর সাথে আবার বান্ধবীও জুটে গেছে, একসাথে সবাই মিলে নতুন বছরের সেলিব্রেশন হৈচৈ করে। সেকালে ছিল সন্ধেবেলা বাবার হাত ধরে দোকান দোকান ঘুরে হালখাতা করা,মনোরঞ্জন কাকুর সোনার দোকান, অমূল্য কাকুর "মহাকাল বস্ত্রালয় " কাপড়ের দোকান, মাধব সাহার মুদিদোকান হয়ে বাড়ি ফিরে ভাইবোনের সঙ্গে মিষ্টি বাটাবাটি করে খাওয়া। সেই লাড্ডুভরা প্যাকেটেই কি আনন্দ। আলোর রোশনিতে সাজানো মল থেকে ক্রয় হয়নি জামাকাপড়, ফুলছাপা ছিটকাপড়ে মায়ের হাতে তৈরি ফ্রক পড়ে একে ওকে তাকে ঘুরে দেখিয়েও এনেছি, কম রোজগেরে অধিক সন্তানের পিতাদের কাছে প্রত্যাশা কোনো বন্ধুদেরই অবশ্য চোখে পড়ে  নি। এখন নিউক্লিয়াস  যুগে না চাইতেই অনেক পাওয়া। একমাত্র সন্তানের জন্য হা করতেই হাজির। এরপর অনলাইনের সুবাদে ঘরে বসে নিজের পছন্দমতো কুরিয়ারে অর্ডার করলেই বাড়িতে এনে হাজির তার অর্থমূল্য যতই হোক না। এতকিছুর পরেও অনেক মানুষের মন থেকে বাংলার সংস্কৃতি, কৃষ্টি হারিয়ে যায়নি, যারা একটু বেশি সংস্কৃতিমনা তারা কিছু না কিছুর সাথে জড়িয়ে থাকেই, আর শিল্প সংস্কৃতি আর শিল্পী মনের সংখ্যা অনেক বেড়েছে বোধকরি  আগের চাইতে। আগে ছিল সুযোগের অভাব এখন যেটা একেবারেই নেই। আমরা বাড়ির বারান্দায় মায়েদের কাপড় টাঙিয়ে নাচ গান আবৃত্তি করেছি১লা বৈশাখ এবং ২৫শে বৈশাখ এলে, এখন স্টেজ মাইক্রোফোন পর্যাপ্ত বিদ্যুৎ কোনোটারই অভাব নেই। অভাব নেই শিল্প সচেতন মানুষের। যতই দিন এগিয়ে চলেছে মানুষের চ্যালেঞ্জিং স্বভাব আরও অধিকতর ব্যপৃত হচ্ছে। বিভিন্ন সংস্থা, স্কুল,কলেজ এবং শিক্ষায়তন বাংলা নববর্ষের কৃষ্টি সাধনে সফল হচ্ছে। এভাবেই বেঁচে থাক বাংলার প্রথা হালখাতা। 

No comments:

Post a Comment