Friday, May 2, 2025


 

বৈশাখের দুই পাতা
এরশাদ 

আজ পহেলা বৈশাখ—
নতুন সূর্যের মলাটে লেখা
একটি অসমাপ্ত পৃষ্ঠা।

আমার বৈশাখ—
সব স্বপ্ন তিস্তায় ধুয়ে যায়,
কাঁদে রাত্রির মতো, নিঃশব্দে।

তোমার বৈশাখ—
আলপনায় আঁকা উজ্জ্বল সকাল,
মিঠে হাসিতে গন্ধ ছড়ায় শিউলি-স্মৃতি।

আমার বৈশাখ—
ধ্বংসের নিচে চাপা পড়ে যাওয়া
একটা শিশু গাজার মাটি চেনে,
যার চোখে নেই রঙ,
শুধু ধোঁয়া আর ছিন্নপত্র বিস্ময়।

তোমার বৈশাখ—
কত রঙিন, কত হালকা…
কত স্বপ্ন, জ্যোৎস্নায় গড়া খামারে।

আমার বৈশাখ—
ফিলিস্তিনের নামহীন পথে
হেঁটে চলে যুদ্ধের ছায়া।

তবু আমি বৈশাখে ফিরে আসি—
একটি ফুল, একটি শান্তি,
একটি মানবিক সূর্য খুঁজতে।




No comments:

Post a Comment