অনলাইন বৈশাখ সংখ্যা ১৪৩২
সম্পাদকের কথা
বাংলা নববর্ষের শুরুতেই যে নারকীয় ঘটনার সাক্ষী হল সারা দেশ, তার কোনও নিন্দা হয় না। আমরা, আপামর ভারতবাসী, শোকার্ত, মর্মাহত, ব্যথিত এবং ক্রুদ্ধ। পৃথিবীর কোনও সভ্যতা, কোনও ধর্ম, কোনও বর্ণ এই হত্যাকাণ্ডের সমর্থন করে না। কোনও ধর্মগ্রন্থে বলা নেই, এইভাবে ধর্ম জিজ্ঞাসা করে হত্যার মধ্যে দিয়ে স্বর্গলাভ হয়। কিন্তু বর্বর সন্ত্রাসবাদীরা সেই বিশ্বাসেই দিনের পর দিন আক্রমণ শানাচ্ছে এই ভারতভূমিতে। সারা পৃথিবীর নিন্দা, প্রতি আক্রমণ কিছুই থামাতে পারছে না তাদের। বিশেষ রাষ্ট্রীয় মদতে তাদের বধ্যভূমি হয়ে উঠেছে আমাদের প্রিয় জন্মভূমি। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করছি। দেশের প্রধানের কাছে আবেদন রাখছি, আমরা এর শেষ দেখতে চাই। ধর্মের ভিত্তিতে এই খুন কোনও ভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। এই অন্যায় আরও রক্তপাতের জন্ম দেবে বলেই আমাদের মনে হয়।
একই সঙ্গে আমরা পাশে রয়েছি সেই সমস্ত যোগ্য শিক্ষকদের, যাঁরা এক অদ্ভুত দোলাচলে রয়েছেন। আমাদের প্রার্থনা, তাঁরা দ্রুত স্থায়ী চাকরিতে ফিরে আসুন। পাশাপাশি আমাদের তীব্র ঘৃণা রইল সেই সমস্ত অযোগ্য শিক্ষক ও নিয়োগকারীদের জন্য যারা অবৈধ উপায়ে চাকরি জোগাড় করেছিলেন। আপনাদের কেউ ক্ষমা করবে না।
বাংলা নববর্ষ এই রকম টানাপোড়েনে শুরু হল। জানিনা আগামী দিন কী রয়েছে। ভাল কিছুর আশায় আমরাও আর সকলের মতো।
মুজনাইয়ের পাঠক, লেখক ও বন্ধুদের শুভেচ্ছা রইল।
মুজনাই
অনলাইন বৈশাখ সংখ্যা ১৪৩২
রেজিস্ট্রেশন নম্বর- S0008775 OF 2019-2020
হসপিটাল রোড
কোচবিহার
৭৩৬১০১
ইমেল- mujnaisahityopotrika@gmail.com
প্রকাশক- রীনা সাহা
সম্পাদনা, প্রচ্ছদ, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায়
এই সংখ্যায় আছেন যাঁরা
বেলা দে, চিত্রা পাল,
শ্যামলেন্দ্র চক্রবর্তী, গৌতমেন্দু নন্দী, রাজর্ষি দত্ত,
জয়তী ব্যানার্জী, বটু কৃষ্ণ হালদার, সঞ্জয় সাহা(এস. সাহা),
অনিতা নাগ, পার্থ বন্দ্যোপাধ্যায়, মধুপর্ণা বসু,
শুভেন্দু নন্দী, প্রতিভা পাল, কেতকী বসু, মাথুর দাস,
অমিতাভ চক্রবর্ত্তী (অমিত আভা), উৎপলেন্দু পাল , এরশাদ,
অর্পিতা মুখার্জী, জনা বন্দ্যোপাধ্যায়, প্রাণেশ পাল,
আশুতোষ বর্মন, পাঞ্চালী দে চক্রবর্তী, কবিতা বণিক,
মহঃ সানোয়ার, অলিপ্রভা পাটোয়ারি, মোহিত ব্যাপারী,
মিষ্টু সরকার, রণজিৎ কুমার মুখার্জি, জুলি আখতরী,
মজনু মিয়া, প্রিয়াঙ্কা চক্রবর্তী, কনক চক্রবর্তী
অনলাইন বৈশাখ সংখ্যা ১৪৩২
No comments:
Post a Comment