আমার ভারত
প্রিয়াঙ্কা চক্রবর্তী
সত্য ন্যায়ের এক জাগরণ,
ঐক্যের এক জ্বলন্ত অঙ্গার;
এক এবং অদ্বিতীয়,
সংগ্রামের এক পবিত্র প্রতিমূর্তি,
আমার ভারত;
ঈর্ষা ও দ্বেষ বিষাক্ত ধোঁয়ার কুয়াশা,
অন্ধকারের শেষে;
নতুন আলোর দিশারী-
আমার ভারত।।
No comments:
Post a Comment