এই দেশেতে জন্ম আমার
মজনু মিয়া
এই দেশেতে জন্ম আমার কী সবুজ দেশের বুক
এই দেশেরই সোনার ছেলে আহ্ উজ্জ্বল করে মুখ।
এই দেশে যে বয়ে চলে ছোট বড় নদী
এই দেশ আমার স্বপ্ন সাজায় লম্বা নিরবধি।
দেশ মা আমার পূণ্যভূমি আমি দেশের তরে
প্রয়োজনে জীবন আমার দেই উৎসর্গ করে।
যতদিনই বাঁচি আমি গর্ব দেশকে নিয়ে
যা পারি তা দিয়ে যাব দুহাত ভরে দিয়ে।
দেশ যে আমার স্বপ্ন চোখে আশার আলো ধরে
এই দেশেতে জন্ম নিয়ে গর্বে বুক যায় ভরে।
No comments:
Post a Comment