মুখোস
শুভেন্দু নন্দী
বন্ধু স্থানীয় সুমনকে বলেছিলাম " এই সব ধর্মীয় অনুষ্ঠানে অনেক ভালো কিছু কথা, উপদেশ ও জ্ঞানগর্ভ তথ্যে আমরা সমৃদ্ধ হই ঠিকই এইসব মান্যগন্য ব্যক্তিদের বিশ্লেষনী বক্তৃতার মধ্য দিয়ে।" এ প্রসঙ্গে বলে রাখি যে তার অনুরোধেই এই সভায় হাজির হয়েছিলাম।
আমি তাকে আরও বলেছিলাম যে," অনেকেরই বাইরের প্রকাশে বেশ চটকদার, কিন্তু অন্তরে হয়তো ততটা নন।"
সুমন আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে ছিলো। এরপর মাননীয় সভাপতি ও প্রধান অতিথিকে পুষ্পস্তবক প্রদান ও প্রদীপ জ্বালিয়ে বরন করা হোলো। সভাপতি-স্থানীয় স্কুলের হেডমাস্টার মহাশয়, তাঁর সুন্দর ও সুচিন্তিত ভাষণের মধ্য দিয়ে উপস্থিত সকল আমন্ত্রিতদের মন জয় করলেন।
এরপর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলো একটি ছোট্ট মেয়ে," মন চল নিজ নিকেতনে" । সুন্দর একটি গান। এরপর প্রধান অতিথি সবাইকে শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে শুরু করলেন তাঁর বক্তব্য। অনেক কথা বলার পর তাঁর ভাষণে বললেন, "স্বামী বিবেকানন্দ বলেছেন জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এক নজরে দেখতে হবে। সবাই আমাদের ভাই-বোন। কিন্তু অনেক ধনী ব্যক্তিরা অর্থের গরিমায় গরীবকে তুচ্ছতাচ্ছিল্য করে থাকেন। এটা তো ঠিক নয়। সবাই তো অমৃতের সন্তান। এরূপ ঘটনায় আমি সত্যিই ব্যথিত" ইত্যাদি ইত্যাদি বলে তাঁর দীর্ঘ বক্তৃতা শেষ করে ঢকঢক করে এক গ্লাস জল পান করলেন ও রঙীন রুমাল দিয়ে মুখ মুছলেন। অনুষ্ঠান শেষে আমি আর প্রদীপ হলঘর থেকে বের হলাম।
... দিন কয়েকের কথা। দেখলাম
একজন রিকশাচালকের সঙ্গে তথাকথিত ঐ "প্রধান অতিথি"র বচসা ভাড়া নিয়ে।
- বাবু - আমি তো ন্যায্য ভাড়াই চেয়েছি। আমরা তো গরীব। আপনাদের তো অনেক আছে-
- কী যত বড়ো মুখ নয়, তত বড়ো কথা। আবার ওজন করে কথা বলছো? জানো, আমি তোমাকে
"পুলিশে" দিতে পারি। আমার বিরাট ক্ষমতা-
বচসা ক্রমশঃ দীর্ঘায়িত হচ্ছে দেখে রিকশাওয়ালাকে আমি তার ন্যায্য ভাড়া মিটিয়ে দিলাম। দেখলাম ঐ ভদ্রলোক(?) রাগে ফুসছেন। তাঁর কাছে গিয়ে বিনীতভাবে বললাম " নমস্কার! সামনের মাসে আরও একটি আকর্ষক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন করতে যাচ্ছি। সেখানে আপনার মত মহান মানুষের অবশ্যই উপস্থিতি চাই। সেদিন দেখেছিলাম যে আপনি বক্তৃতার তোড়ে জগৎসংসার এক্কেবারে আনন্দের প্লাবনে ভাসিয়ে দিয়েছিলেন- যেমন এখন দিচ্ছেন। আপনি যে বাইরে ও অন্তরে এতোখানি খাঁটি ও মহান- সেদিন তেমনভাবে বুঝিনি কিন্তু আজ বেশ বুঝতে পারছি। অবশ্যই আসবেন কিন্তু সেদিন। কার্ড আমি অবশ্যই পাঠিয়ে দেবো।"
দেখলাম আমার ওষুধ অব্যর্থ। সমবেত জনতার মাঝে রণেভঙ্গ দিয়ে গুটিসুঁটি মেরে ধীরে ধীরে পা মেলালেন বাইরে।
No comments:
Post a Comment