Sunday, June 1, 2025


 

আমাদের ভারতবর্ষ
 অভিমন্যু


ভারত আমার জন্মভূমি ভারত আমাদের মাতৃভূমি                    
ভারতের পূর্বে মায়ানমার বঙ্গোপসাগর বাংলাদেশ
পশ্চিমেতে আরব সাগর দক্ষিণে ভারত মহাসাগর
এই দেশেতে জন্ম নিয়ে আছি আমরা সতেজ বেশ।

উত্তরে নেপাল ভূটান বরফ চূড়া পাহাড় হিমালয়
গঙ্গোত্রী থেকে ভাগীরথী হয়ে গঙ্গা সাগরে প্রণাম,
ধনধান্য পুস্পভরা ভারত ভারতভাগ‍্যবিধাতার জয়
কত স্মৃতি রোমন্থন হয় ভারতবর্ষ সূর্যের এক নাম।

ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা
মুক্তির মন্দিরে সোপান তলে সেথা আছে অশ্রুজল
হও ধরমেতে ধীর হও করমেতে বীর বিপ্লবের ধ্বজা
কারার ঐ লৌহ কপাট ভাঙে পরাধীনতার শৃঙ্খল।

পলাশীর যুদ্ধ সিপাহী বিদ্রোহ বঙ্গভঙ্গ লর্ড কার্জন
ভগৎ সিং প্রফুল্ল চাকী ক্ষুদিরামের আত্মবলিদান
মাষ্টারদা বাঘা যতীনের বিপ্লব বিনয় বাদল দীনেশ
নেতাজি রবি মহাত্মা স্বাধীনতা সংগ্ৰামীর অবদান।

জালিওয়ানওয়ালাবাগ রাসবিহারীর আজাদ হিন্দ
ভারত ছাড়ো আন্দোলনে মন্ত্র স্বদেশ আমার ভাষা
ভারত মাকে প্রণাম জানাই বন্দে মাতরম বলে গো
জনগণমন অধিনায়ক প্রকৃতির সুন্দর সৃষ্টির আশা।

No comments:

Post a Comment