Sunday, June 1, 2025


 

দু বাহু বাড়ায়ে

চিত্রা পাল

আমাদের দেশের মানচিত্রের দিকে তাকালে মনে হয় যেন দেশমাতা দুবাহু বাড়িয়ে আছে আমাদের দিকে। আমরা তার কাছে নিশ্চিন্তে আছি। সত্যিই তাই।আর কি অপরূপ আমাদের দেশ, কি অপার বৈচিত্র্যময়। এমন বৈচিত্রের দেশ পৃথিবীতে খুঁজে পাওয়া ভার। পুব পশ্চিম উত্তর দক্ষিণ যে দিকে তাকাই, সেদিকই অন্যের থেকে ভিন্ন, একেবারে নিজের মতো। পাহাড়-পর্বত-মরু সবেরই সমন্বয় ঘটেছে আমাদের এই ভারতভূমে।উত্তর জুড়ে গিরিরাজ হিমালয় আকাশকে বিদীর্ণ করে রজতশুভ্র মুকুট ভালে দাঁড়িয়ে। আর সমুদ্র সে তো পুব পশ্চিম দক্ষিণ জুড়ে।পুবে মেঘালয় মণিপুর যেমন বৃষ্টিমুখরিত,পশ্চিমে তেমন মরুরাজ্য। অঝোর ধারায় বৃষ্টি ঝরে মেঘালয়ের শিলাময় রাজ্যে, তেমন অনাবৃষ্টির জন্য কষ্ট পায় রাজস্থানের মরুবাসী। ওদিকে উত্তর পুর্বে যখন শৈত্যপ্রবাহ তখন দক্ষিণ পশ্চিমে আরামদায়ক আবহাওয়া। সারা ভারতে যে কত নদনদী আর তার উপনদী শাখানদী তার লেখাজোকা নেই। আমাদের এই উত্তরবঙ্গে যে কত নদী শাখানদী বয়ে চলেছে তার হিসেব রাখা ভার। তাদের জল সেচনে পলল বহনে যেমন চাষের অনুকূল, তেমন বাঁধনহারা বৃষ্টিতে দুকূল ছাপানো নদী বন্যাও আনে প্রায় প্রতি বছর।

যুগে যুগে দেশদেশান্তর থেকে নানান জাতি উপজাতি এ দেশেএকীভূত হয়েছে। হেথায় আর্য হেথায় অনার্য,হেথায় দ্রাবিড় চীন-/ শক হুনদল পাঠান মোগল এক দেহে হলো লীন।কালে কালে বংশানুক্রমে বসবাসের ফলে সবাই আমাদের দেশবাসী। এদেশ মহামানবের তীর্থভূমি।আমাদের ভারতের বাহু বন্ধনে বাস করি আমরা সবাই। 


No comments:

Post a Comment