Sunday, June 1, 2025


 

ভারত আমার ভারতবর্ষ /স্বদেশ আমার স্বপ্ন গো
বেলা দে 

পায়ের নিচে যে শক্ত জমিনটায় আমরা দাঁড়িয়ে আছি, যেখানে অত্যন্ত দৃঢ়তা এবং স্বস্তির সাথে বলতে পারি এ হল আমার দেশ, আমাদের ভারতবর্ষ। এই জায়গাটুকু ছেড়ে দাও এমন নির্দেশ  করবার ক্ষমতা বা অধিকার নেই কারো। মানবের একান্ত আধপত্যের জায়গা। বীর শহীদের স্বপ্নে গড়া স্বর্গ, এখানে আমাদের ইচ্ছের দাম স্বাধীনভাবে চলার ক্ষমতা স্বাধীন কথাবলা স্বত্বাধিকার।এমন দেশ আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাতৃকা বন্দনায় বলেছেন "সুজলাং সুফলাং শস্য শ্যামলাং" জলে ফলে শস্য শ্যামল আমাদের এই ভারতবর্ষের মাটি।কবিগুরু বলেছেন" তোমার তরে ঠেকাই মাথা" এ মাটিতে মাথা ঠেকিয়েই আমাদের জন্ম,যাপন, মরণ। বৈদেশিক শক্তির আক্রমণ থেকে আত্মরক্ষার রক্ষাকবচ আমাদের সীমান্ত সৈনিক ভাই এবং বোনেরা। ওরা আমাদের নিশ্চিন্ত রাতঘুমে অতন্দ্র প্রহরায়। বিদেশি শাসনে যখন জর্জরিত দেশ,তাদের হাতে কলের পুতুল হয়ে নির্বাক নিরপেক্ষ সময় অতিবাহিত করেছে আমাদের পূর্বসূরি, ভাবলেও শিউরে উঠতে হয় কত চরম অপমান লাঞ্ছনার মধ্যে দিয়ে কাটিয়েছে জীবন। সে শৃঙ্খল মুক্ত হয়ে আজ ভারতবর্ষ বিশ্বের দরবারে মহান শক্তিশালী দেশ। 
বীর শহীদেরা আত্মবলিদান করে বুঝিয়ে দিয়ে গেছে এ ভারত নয় শক্তিহীনের, এই তো শহীদের স্বর্গ, ভারত সন্তানেরা মরতে ভয়পায় না। অন্ধকার সমাজ যখন কুসংস্কারাচ্ছন্ন তখনও জন্মেছে মৈত্রী গার্গেয়ী,ক্ষনা,লীলাবতীর মতো বীরাঙ্গনা। তাজা রক্তের বিনিময়ে বালক খুদিরাম,বিনয়, বাদল, দীনেশ ভগত সিং দেশমাতৃকার মান বাঁচিয়ে গেছে।যে দামাল ছেলেগুলো আত্মত্যাগে স্বর্গ রচনা করে গেছে, সে দেশ আজ কোথায়, স্বাধীন দেশটায় লুঠতরাজ করে চলেছে একদল রাজনীতিবাজ অসৎ অমানবিক। অথচ এই দেশেই জন্ম নিয়েছেন  বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ, জীবনানন্দ, শরৎচন্দ্র  বিদ্যাসাগর, নজরুল। এই ভারতের দামাল সন্তান নেতাজি বলেছেন একদিন"তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব"।  ভারতবর্ষের এই মহান সন্তানেরা আজ থাকলে মাটির শক্ত ভিত নড়বড়ে করে দিতে পারতো না ঘরশত্রু বিভীষণেরা। সাম্প্রতিককালের যুদ্ধে বৈদেশিক শক্তিরা বুঝে গেছে ভারতকে দুর্বল মনে করা কতটা ভুল। ভারতবর্ষ ধর্মের দেশ কর্মের দেশ সত্যের দেশ।  জয় তার হবেই নিশ্চয়। 

No comments:

Post a Comment