ক্ষমতায়ন
উৎপলেন্দু পাল
এখন বৃদ্ধ সিংহ মহাশয় আর সুবিশাল প্রাচীন বনভূমির পশুরাজ নেই
সময়ান্তরে পুরোনোকে সরিয়ে অভিষেক হয়েছে নতুন এক উন্মাদনার
একটা বিরাট অজেয় অজগর গ্ৰাস করেছে বনের সমস্ত দায়িত্বভার
নখদন্তহীন বৃদ্ধ সিংহকে আষ্টেপৃষ্ঠে চেঁপে ধরেছে ওই নব্য অজগর
মেরুদন্ড পাঁজর বিচূর্ণ হয়ে তার অসহায় প্রাণ এখন প্রায় ওষ্ঠাগত
ইতিউতি ওঠা বিদ্রোহী কন্ঠগুলোকেও শ্বাসরোধ করা হয়েছে নির্দয়ভাবে
সমগ্ৰ বনভূমি জুড়ে এখন এক অদ্ভুত নীরব শ্মশানের শান্তি বিরাজিত
আর শ্রীমান ঈশ্বর তাঁর নিজভূমে তাঁর নিজের অস্তিত্ব বাঁচাতেই ব্যস্ত ।
No comments:
Post a Comment