স্বদেশ আমার
মাথুর দাস
কে ওখানে বসে আছে সবুজ আঁচল বিছিয়ে দিয়ে,
শুভ্র মুকুট শিরোভাগে চোখের কোণে জল চিকচিক ।
গুনগুনিয়ে মলয় বাতাস কত কিছুই যায় শুনিয়ে,
শরীর জুড়ে স্রোতস্বিনী হরেক গাথা গায় যে ঠিক ॥
ইতিহাসের ওঠাপড়া ঝড়ঝাপটা মড়ক মারী
যেমন ছিল থাকবে আছে রত্নরাজি অঙ্গে যে তার ।
সুখ দুঃখ অত্যাচারেও সর্বসহা রূপ যে তারই,
মূর্ছনা তান করুণ হলেও ছন্দ গানের সঙ্গে সেতার ॥
আমরা যারা অনেক জানি শত কষ্টেও সবাই মানি
উন্নত শির ঝুঁকবে না তার হাজার আঘাত অঙ্গে পেলে ।
স্বদেশ আমার মাতৃসমান চিরদিনের রাণীর রাণী,
পা ধোওয়াতে ব্যস্ত থাকে বরুণ রাজার দামাল ছেলে ॥
No comments:
Post a Comment