Sunday, June 1, 2025


 

ভারত বর্ষ 

        জয়তী ব্যানার্জী 

ভারত বর্ষ সূর্যের এক নাম 
আমরা রয়েছি সেই সূর্যের দেশে ।

_________কিন্তু এই ভারত ভূমি আজ রক্তাক্ত। 

যে দ্রৌপদীকে একদিন কুরু সভাস্থলে করা হয়েছিল ভুলুণ্ঠিত,
         বেআব্রু হতে হয়েছিল ,
           সমস্ত রথী মহারথী নরপতি দিকপতি এমনকি পঞ্চ স্বামীর কাছে!
          সেদিনই বোধ হয় ভরত রাজার দেশ ভারতবর্ষের কপালে সিঁদুর লুটোপুটি খেয়েছিল।

ভাগ্যের চাকা আজও বদলায় নি।

কিন্তু আমার তোমার ভারত _____
আমার ভারতবর্ষ তো পাল্টায় না। 

তবু যেন ভেবে ভেবে মরি ,
       এ কোন সকাল 
        রাতের চেয়েও অন্ধকার। 

মূহুর্মূহু গোলা বরষণে
বিদ্ধ হতে হয় আমার দেশ মাতৃকাকে।

তুমি কি শুধুই দেশমাতা 
দেশে-বিদেশে আজ ঘটা করে পালিত হয় 
          মাতৃ দিবস ।

কিন্তু তা কি শুধুই গর্ভধারিনী মায়ের উদ্দেশ্যে?

তাহলে আমরা কি বা শিখলাম আর কী বা শেখালাম,

গর্ভধারিনী মা তো মোদের,
মা তো বটেই গো। 

শুনছো হে জগমোহন, 
         যে মাটিতে জন্মাই মোরা 
          যে মাটিতে খাই ,
            আর যে মাটি মোদের 
মাতৃস্নেহে করে লালন পালন 
          সে মাটি কি মা নয় 
           নয়কো গর্ভধারিনী? 

তবে আমরা কেন করি পালন 
      দেশমাতৃকার জন্মদিন 
        ১৫ ই আগষ্ট?

কতশত বীর শহীদের রক্তে রাঙানো 
     এই স্বদেশভূমি ;
      কত রক্ত হয়েছে বিসর্জন !
       গঙ্গায় বয়ে গেছে কত জল 
    তবুও ভারত মাতা হয়নি মলিন। 

কারণটা কি ,
বলতে পারবে সহোদর সহোদরারা?

১০০ কোটি সন্তানের ভালোবাসার ফল। 

শত শত সন্তানের ভালোবাসার ফল কি বৃথা যায় গো ;
এ যে ভালোবাসার ধন।

মাতৃ দুগ্ধে পোষ্য মোরা ;
মোদের একটাই নাম ____
শক হুন দল পাঠান মোগল 
      যে দেহে হলো লীন
তার নাম যে 
            ভারতবর্ষ !
              যা কিনা সূর্যের এক নাম।

No comments:

Post a Comment