স্বদেশ আমার স্বপ্ন
আশীষ কুমার চক্রবর্তী
ধন্য হয়েছে স্বপ্ন আমার জনম হলো ধন্য
ভারতবর্ষ আমার স্বদেশ আমার মূল মন্ত্র।
এক মন্ত্রে দীক্ষিত মোরা একই মোদের গান
জনগনমন অধিনায়ক আর বন্দেমাতরম্।
পাহাড়,নদী,সবুজ বনানী,পুণ্য সলিলা গঙ্গে
বহিয়া চলেছে কুলুকুলু রবে অপরূপ তার ছন্দে।
এই ভারতের মহামানবের সাগর তীরে
বরণীয় যাঁরা বরণ করে রেখেছি অন্তরে।
যত মত তত পথে গড়া মোদের এই স্বদেশ
বিশ্বাস রাখি সনাতন ধর্মে নেই হিংসা বিদ্বেষ।
ভারতমাতার সন্তান মোরা,এই হলো পরিচয়
একই রক্ত মোদের বুকে রবে চিরদিন অক্ষয়।
হেসে খেলে সুখে এই মায়ের কোলে
আনন্দে কাটাই দিন রসেবশে।
No comments:
Post a Comment