অনলাইন জ্যৈষ্ঠ সংখ্যা ১৪৩২
সম্পাদকের কথা
বহুত্ববাদের দেশ। মতভেদ থাকবেই। কিন্তু তাই বলে স্বদেশের বিরুদ্ধে ভাবব সেটা কখনই নয়। দুর্ভাগ্য, একটি চরম নারকীয় ঘটনার পরেও অনেকেই সে পথে হেঁটেছেন। তাঁদের জন্য করুণা রইল। একথা ঠিক, বিভিন্ন সমস্যায় জর্জরিত এই দেশে আজও বহু মানুষ নিরন্ন। এখনও বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আজও বিভিন্ন বিষয়ে নির্দিষ্ট কোনও দিশা দেখাতে পারেননি রাষ্ট্রনেতারা। কিন্তু তবু তো এ আমারই দেশ। তাই সেই দেশের কান্না, নিজেরও কান্না। সেই দেশের ওপর আঘাত, নিজের ওপর আঘাত। তাই দেশের দুর্দিনে বিপদে সব মতভেদ ভুলে আমরা সবাই একসঙ্গে। সময়ের ডাক এটাই। কেননা ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো.......
মুজনাই
অনলাইন জ্যৈষ্ঠ সংখ্যা ১৪৩২
রেজিস্ট্রেশন নম্বর- S0008775 OF 2019-2020
হসপিটাল রোড
কোচবিহার
৭৩৬১০১
ইমেল- mujnaisahityopotrika@gmail.com
প্রকাশক- রীনা সাহা
প্রচ্ছদে ব্যবহৃত ছবি- পোর্ট ব্লেয়ারের (অধুনা শ্রী বিজয় পুরম ) মেরিন পার্ক
সম্পাদনা, প্রচ্ছদ ছবি, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায়
এই সংখ্যায় আছেন যাঁরা
অভিজিৎ সেন, গৌতমেন্দু নন্দী, অনিতা নাগ,
বেলা দে, শুভেন্দু নন্দী, জয়তী ব্যানার্জী,
মাথুর দাস, উৎপলেন্দু পাল, প্রাণেশ পাল,
চিত্রা পাল, মহঃ সানোয়ার, সঞ্জয় সাহা,
বিপ্লব রায়, মিষ্টু সরকার, মজনু মিয়া,
অভিমন্যু, আশীষ কুমার চক্রবর্তী, প্রিয়াঙ্কা চক্রবর্তী
অনলাইন জ্যৈষ্ঠ সংখ্যা ১৪৩২
No comments:
Post a Comment