নীরবতার খোঁজে
শুভদীপ
নীরবতাকে খুঁজছি-
সে অনেক কাল ধরে।
পরক্ষণেই সে জানান দেয়,
যাকে খুঁজে চলেছি একযুগ ধরে,
ও সে নয়।
ভয়ের নীরবতা ভেতরে-
প্রচুর কথা বলে।
বিস্ময়ের নীরবতা করে চলে-
প্রশ্ন অবিরত।
প্রেমের নীরবতা গান শোনায়-
চুপিসারে।
প্রত্যাখ্যানের নীরবতা আবার-
চিৎকার করে কাঁদে।
যে নীরবতা আমি খুঁজি,
যাকে চাইছি নিরন্তর,
সে বোধহয় কারণহীন।
No comments:
Post a Comment