আমি কে ? ?
সব্যসাচী ঘোষ
প্রতিদিন কত স্বপ্ন জাগে মনে
কত স্বপ্ন ভেঙ্গে যায় প্রতিদিন;
জীবন যা দেয় নিতে পারিনা...
তবুও হা করে চেয়ে থাকি প্রতিদিন
কিছু পাবার কিছু নেবার আশায়।
যা দেখি প্রতিদিন;যা শিখি প্রতিক্ষ্ন
পরক্ষনেই হয় যে তা মিথ্যা;
জীবন যা চায় দিতে পারিনা..
তবুও মিথ্যে প্রতিশ্রুতি দিতে ছাড়ি না;
আমি বাস করি সত্য হয়ে মিথ্যের কারাগারে।
মৃত্যু যখন কেড়ে নেয় নাম--
ভেঙে দেয় আমার মনের আশিয়ানা ,
তখনও আমিত্ত্ব ছেড়ে আমাদের হতে পারিনা ;
তবুও 'আমি কে' বলতে গেলে নাম ছাড়া কিছুই বলতে পারিনা।
আজ থেকে অনেক বড় কাল ,
কাল থেকে অনেক বড় ' আমি';
তবুও 'আমি কে' বলতে গেলে নাম ছাড়া কিছুই বলতে পারিনা।
'আমি 'এক বিরাট শূন্যতা জীবনের।।
No comments:
Post a Comment