চির উজ্জ্বল মুখ
খন্দকার আমিনুর রহমান
কবিতা লিখেন কবি
ভেবে কিছু দেখে,
শিল্পী আঁকেন ছবি
রং তুলি মেখে।
দু'য়ের সৃষ্টিতে থাকে
নানা সমাহার,
ছবি আর লেখা তার
সেরা উপহার।
তাবৎ বিশ্বের মাঝে
যা কিছু সুন্দর,
আঁকা আর লিখা দিয়ে
সাজানো ভূ-ধর।
শিল্পী, কবিরা কভু
নাহি পায় সুখ,
সৃষ্টিতে থাকে তাঁর
চির উজ্জ্বল মুখ।
No comments:
Post a Comment