Friday, August 25, 2017













মধ্যরাতের খন্ড কবিতা- পর্ব- ১৬
            লক্ষ্মী নন্দী  

তুই এলে তোর নিকষ 
অন্ধকারে কোজাগরী 
হয়ে ওঠে অামার 
উদাসী মন।
প্রতি রাত সকলের 
অলক্ষ্যে তোর 
রোমান্টিক শরীরের 
সুরম্য ছন্দে নিঃশ্বাস 
জুড়াই। অামার ১৪"×"১৪ 
স্কয়ার ফিটের 
খাঁচাটাও তোর  বিন্যাসে 
সেজে ওঠে। 
দু-জনেই হয়ে উঠি 
সেখানে  মধ্যরাতের 
স্থাপত্যের বুনিয়াদ।
তোর কাছেই তো 
অামি পাই পরম প্রশান্তির 
অাপন-গোপন-যাপন। 
তোর সাথে রোজ 
নৈঃশব্দ বজায় রেখে
শায়িত হই অামার
বিছানার অাঙিনায়। 
চিৎ চোখে মিশে যাই 
তোর ক্লান্তিহীন
অতনু শরীরে 
কখনও বিহ্বল 
এপাশ ওপাশ।
তোর একনিষ্ট বিশুদ্ধ 
গাম্ভীর্যের চরমতা
মাঝে মাঝে অামাকে
করে তোলে শান্ত উথাল। 
কতবার - তুই তোর
বিকীর্ণ চর্চা দিয়ে 
বু ঝি য়ে ছি স ------ 
অালোরা সব অালেয়া।
অামি বিশ্বাস করেছি।  
তাই তোর ধুম অন্ধকার 
অামার বিপুল রাতের 
অারাত্রিক  জীবন ধ্যান।

No comments:

Post a Comment