করুণাময়ী
বাণী প্রসাদ নাগ
জাগো ওগো সিদ্ধেশ্বরী
দেখ চেয়ে নয়নে
জেগে গেল তোমার ধরা
মোরা এসেছি সেই টানে।
উঠল মেতে ঝুমকো জবা
আসতে রাঙা চরণে
কোকিলের মধুর কুহু
তুললো সুর গগনে।
ব্যস্ত হয়ে ডাকলো ধেনু
মধুপায়ী দেখল আনমনে
পাল তুলে ঐ গেল তরী
মা গঙ্গার মাঝখানে।
থেকো না ঘুমের ঘোরে
বসন পরো যতনে
সকাল হল দোর খুলে দাও
দেখব রূপ লোচনে।
No comments:
Post a Comment