Friday, December 20, 2019

 






















অনিমিখে  

   ছবি ধর 

তারা  হয়ে  মিশে গেছো  রাতের  আকাশে।
নাম ধরে ডেকেছি কত -  ঈশারায়  দাওনি  সাড়া -
তুমিও তো জেগে আছো  রাত!

দূর  পাহাড়ের  চূড়া , ওই শাল পিয়াল হেতালের  বন  ,
ওই  মিনারের  গম্বুজ  দেখো তোমার  দিকে চেয়ে আছে  কেমন ---

বহু  প্রেমের  সাক্ষী  হয়ে  , 
                        ঋষিদের  নাম  ধরে 
কোটি কোটি আলোকবর্ষ দূরে 
রাত  জেগে  আছে  সহস্র   তারা।
তোমারও  নতুন  নাম  হয়েছে  বুঝি  ?
বিনিদ্র  চোখে  তারাদের  মাঝে তোমায়  খুঁজি।

আউল  বাতাসে  সুর ভেসে আসে  ফকির বাউলের।
সবুজ ঘাস  ঘুমিয়েছে প্রকৃতি কোলে।

গাছে  গাছে পাতায় পাতায়  তারাদের সাথে  পাল্লা দিয়ে  
জোনাকি  জ্যোৎস্না আঁচল  মেলেছে  কেমন  ---

মেঘেরা পাড়ি  দিয়েছে  অচিন  দেশে।

আমিও একদিন  তারা  হয়ে জ্বলবো  ওই  মহাকাশে  

প্রভাবিত করবো তোমার বিবর্তন।

এমন  অলৌকিক  মায়াবী  রাত   
এমন  মন  কেঁদে ওঠা  রাত 
আমায়   জাগিয়ে  রাখে  অনিমিখে।

No comments:

Post a Comment