Monday, December 9, 2019


























উপহাস

মান্তু দেব রায় 


অন্ধকারকে পেছনে ফেলে হাঁটছি,
উদিয়মান  সূর্যের দিকে, 
নিস্তব্ধ  পৃথিবী!

উপহাসগুলো পেছন পেছন হাঁটছে,
উপহাসগুলো আবারও ছুঁয়ে দিচ্ছে 
আমার শব্দগুলো

ধূলো ছিটিয়ে দেওয়ার চেষ্টায়, 
কলমটাকে টেনেহিঁচড়ে কালিমালিপ্ত করার জন্য 
উপহাসের সৈন্য বাহিনী চলছে 
আমার পায়ের ওপর পা ফেলে! 

আলোকে আঁকড়ে ধরে আমি চলছি!
গভীর অন্ধকার কে উপেক্ষা করে! 

চলতে চলতে শব্দ বুনছি! 
শব্দের প্রান প্রতিষ্ঠা করবো 
প্রদীপ শিখা  জ্বলবে,
বর্ণ মালার শরীর জুড়ে আলো ঝলমল করবে!

আলোর রোশনাই দেখে মুখ থুবড়ে পড়বে উপহাসের দল!

ছন্দ-শব্দ-বাক্যগুলো উল্লাসে সাদা পাতায় 
আঁকিবুঁকি কাটবে কবির কবিতায়!

No comments:

Post a Comment