শীতকাল আসলেই
রুনা দত্ত
শীতকাল আসলেই কেমন যেন
অবসাদে কুঁকড়ে যেতে থাকি
সকাল ছুঁয়ে দুপুরের কমলা রোদও
তখন কোন উষ্ণতা জাগাতে পারে না ।
আসলে এ যাবৎকাল দেওয়া নেওয়া
মানা বা মানিয়ে নেওয়া
এভাবেই কেটে গেছে ...
প্রেম বা ভালোবাসার কোন
আন্তরিক বাতাবরণও তো তৈরী হয়নি ।
এক ছাদের তলায় পাশাপাশি থাকা
ছুঁয়ে থাকা অন্তরঙ্গতা
এসব থেকে স্বাভাবিক নিয়মেই
ইতিউতি কিছু স্পর্শচিহ্ন
হয়তো তৈরী হয়েছে ।
কিন্তু আর যাই হোক তা থেকে
ভালোবাসা বা এ সমন্ধীয় বোধের
কোন উত্তরণ ঘটেনি ।
তাই শীতকাল আসলেই
সম্পর্কর বরফ শীতলতা
গভীর থেকে গভীর হয়,
আমিও জমে বরফ হতে থাকি ।
No comments:
Post a Comment