Friday, December 6, 2019

















বছর শেষের ভাবনা 

    সুস্মিতা পাল কুন্ডু 


বছর  শেষের বাজনা বাজে
         করিস না যে দেরী ,
     আশা গুলো মিটলো কিনা 
          ওরে আয় ,একটু হিসেব করি ; 

সেই যে সবুজ একটা আশা
             নতুন পৃথিবীর ,
             বাঁচব সেথা সবাই মিলে
              স্বপ্ন কি অলীক ?

মুঠো ফোনে বন্দী হয়েই
            দুনিয়াটা ছুটছে ,
       দেখেও কেউ দেখছে না ...হকের টাকা
            কে বা কারা লুঠছে !

বেঁচে আছি মেনে নিয়েই
      সাত-পাঁচেও থাকি না !
          ওদের জ্বালা ওরাই বুঝুক ,
                কি ভীষণ বেকারত্বের যন্ত্রণা ...! 

খবর রাখি দেশের দশের
     আকাশ -পাতাল ভাবনা ,
      কফির কাপে তুফান তুলে
              প্রমাণ করার সাধনা ..! 

হেঁ হেঁ করে হাত কচলানো
        বুকের ভেতর ঝড় ;
              সুবিধাবাদী না হলে যে কাজ গুছোনো ?
     সব তো নয় অসীম দড় !

সাপের পিসি , ব্যাঙের মাসি
        সবাই বেঁচে থাকি ,
      বুনো ওলে বাঘা তেঁতুল জমে গেছে বেশি ;
                  ফাঁক খুঁজো না .....সব ই ফাঁকি !

দিন চলে যায় এমনি ভাবে
         কাটে বছর মাস,
        নিজের আখের গুছোনোতেই সময় কাটে 
              অলুক্ষুণে শুধু তো নয় , দিব্য সর্বনাশ !

নতুন করে শুরু করা ....
 কে করবে ?
        হৃদয়ের অন্তঃপুরে টিমটিমে দীপ জ্বেলে
          স্বপ্নরাশি ঘুমিয়ে রয় বেবাক ;
         ভীত মুখের মিছিল সাজাও যদি 
         সাজুক না হয় একটিবার ৷
  আমি তুমি.....এককাট্টা 
         তাহলেই হতেই পারে ,সমুচিত-সঠিক জবাব ৷৷

No comments:

Post a Comment