আলোর পাপড়ি
মৌসুমী চৌধুরী
এই সেই অন্ধকার
"অন্ধকার-মুখোমুখি-বসিবার"।
ভয়ংকর সুন্দর এই
অন্ধকারের বুকে শুয়ে পড়ে
ভালোবেসে মরে যেতে ইচ্ছে জাগে।
সহসা অতল অন্ধকার থেকে
শরীর জেগে ওঠে ভোরের মতো।
হলুদ নরম আলোয় পাখী ডাকে...
বুকের ভেতর থেকেও অনেক ভেতরে
গহন অন্ধকার চিরে ফুটে ওঠে
এক টুকরো আলোর পাপড়ি।
No comments:
Post a Comment