প্রবীণ
ছবি ধর
দিক নির্ণয়ের অঙ্ক না শিখে
বেপথু আমি আজও -_
অবেলায় পথভ্রষ্ট পথিকের মতো দাঁড়িয়ে আছি।
ল্যাম্পপোস্ট আর আমার
কথোপকথন শুনতে পায়না কেউ।
নবীন ওরা, সতেজ প্রাণ,
হর্ন আর গতি ওদের তীব্র।
হোঁচট খেয়ে পড়তে গিয়ে দেখলাম প্রবীণ ফেরিওয়ালার
ময়লা হাতে ধরা আমার হাত --
হৃদয় নিংড়ে ধন্যবাদ দিতে গিয়ে দেখি, ততক্ষনে
প্রবীণ অনেক দূরে -- হাঁকছে -----
অন্ধকার ঘন হয়ে আসায়
আমিও ওঁর পিছু পিছু পুরোনো টার্মিনাসের দিকেই এগিয়ে যাই।
প্রবীণের কাছে আছে দূর্বার প্রত্যয়
নবীনের কাছে যা চির বিস্ময় !
No comments:
Post a Comment