Saturday, January 18, 2020
























গ্রন্থ আলোচনা

গ্রন্থ- ছোটদের ছোটগল্প ২
লেখক- সুদীপ দত্ত 
প্রকাশক- দোয়েল পত্রিকা 
দাম- ১২৫ টাকা 

আলোচক- শৌভিক রায় 

ছয়টি গল্প নিয়ে সুদীপ দত্তের 'ছোটদের ছোটগল্প ২` প্রকাশ করেছেন দোয়েল পত্রিকা।আলোচনার শুরুতেই বলা দরকার যে, সুদীপ দত্তের লেখার সঙ্গে যারা কমবেশি পরিচিত, তারা এই বইটি পড়ে হতাশ হবেন না।
 
এই সময় চারদিকে কবি-লেখকদের ভীড় হলেও ছোটদেরকে নিয়ে ভাববার বা লিখবার মানুষ কম। সেদিক থেকে দেখতে গেলে দোয়েল পত্রিকা ও লেখক সুদীপ দত্তের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার। আধুনিক জীবনে টিভি, মোবাইল ফোন থেকে শুরু করে ছোটদের জন্য যেখানে হাজারও হাতছানি অপেক্ষা করে রয়েছে, সেখানে দাঁড়িয়ে ছোটদেরকে বইয়ের দিকে নিয়ে আসবার দুরূহ কাজটি করবার সাহস দেখিয়েছেন প্রকাশক ও লেখক দুজনেই। ছোটদের উপযোগী অলংকরণ ও ঝকঝকে প্রচ্ছদ অবশ্যই ছোটদের আকর্ষণ করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। রক্তিমা বিশ্বাসের আঁকা ছবিকে এর জন্য অবশ্যই সাধুবাদ দিতে হয়। বইটির মুদ্রণ ও কাগজও অত্যন্ত সুন্দর। 

বইয়ের ছয়টি গল্প যেন রামধনুর ছয়টি রং। প্লট, উপস্থাপনা, শব্দপ্রয়োগ, চরিত্রায়ণ ইত্যাদি সবকিছুই ছোটদের উপযোগী করে বড় যত্নের সঙ্গে তুলে ধরেছেন লেখক। আর সবচেয়ে মূল্যবান ব্যাপারটি হল যে, প্রতিটি গল্পেই এমন একটি সুন্দর বার্তা রয়েছে যা সত্যিই শিক্ষণীয়।

বইটির স্বার্থেই গল্পগুলির বিষয় নিয়ে বিস্তারিত বলছি না। কেননা তাতে বইটি পাঠ করবার আগ্রহ কমবে। যা বলা যায় তা হল যে, গল্পগুলি পাঠ শেষে পাঠকের চোখে জীবনের নানা রঙের জলছবি ফুটে ওঠে। টুকরো ঘটনা থেকে শুরু হয়ে যে জীবনবোধ গল্পগুলিতে ফুটে উঠেছে তার জন্য লেখককে কুর্নিশ জানাতেই হয়। গল্পগুলি আকর্ষণীয় হয়ে ওঠে আর একটি কারণে। কোনও গল্পের সঙ্গে কোনও গল্পের মিল নেই, অথচ সব গল্পগুলিই কিছু না কিছু বক্তব্য নিয়ে হাজির এবং সে বক্তব্যে জীবনেরই জয়গান গাওয়া হয়েছে- অনেকটি যেন একটি রঙিন ছাতার মতো ব্যাপার; নানা রঙের কাপড় দিয়ে মোড়া হলেও কিন্তু আসলে সেটি একটি ছাতাই। গল্পগুলিও ঠিক তেমনই, যেখানে জীবনের নানা দিক, রঙিনে ও সাদাকালোয়, অনায়াসে ফুটে উঠেছে। মনে রাখতে হবে যে, ছোটদের জন্য গল্প লিখতে হলে লেখককে অতিমাত্রায় সজাগ থাকতে হয়, কেননা ছোটদের গল্পে আবিষ্ট করে রাখা সহজ নয়। পাশাপাশি, শব্দচয়ন  থেকে শুরু করে নির্মাণ অবধি সবটাই অত্যন্ত যত্নের সঙ্গে করতে হয় যাতে তা সত্যিই ছোটদের উপযোগী হয়। এক্ষেত্রেও 'মন্ত্র`, 'ভুতু`, 'কুম্ভকর্ণ স্যারের দুপুরবেলা`, 'পাগলি', 'চপলবাবুর চশমা` ও 'নিশিগঞ্জের যদু ডাক্তার`- এই ছয়টি গল্পে লেখক সসম্মানে উত্তীর্ন হয়েছেন। 'চপলবাবুর চশমা`গল্পটিতে যে  পরাবাস্তবতা ব্যবহৃত হয়েছে তা ছোটদের উপযোগী হলেও, আদতে গল্পটির ব্যঞ্জনা বড়দেরকেও ভাবিয়ে তুলবে। একই কথা বলা যেতে পারে 'নিশিগঞ্জের যদু ডাক্তার` সম্পর্কে। 'মন্ত্র` গল্পের প্লট খুব সাদামাটা হলেও এ যেন আমাদের অনেকের জীবনে ঘটে যাওয়া ঘটনা। অন্য জগতের ইশারায় জমে উঠেছে 'ভুতু` গল্পটি। গল্পটির নামও সেই ইঙ্গিত বহন করছে। 'কুম্ভকর্ণ স্যারের দুপুরবেলা` পড়লে নির্মল আনন্দের সঙ্গে মন উদাস হয়ে ওঠে। ব্যক্তিগতভাবে এই সংকলনের শ্রেষ্ঠ মনে হয়েছে 'পাগলি` গল্পটিকে। অনবদ্য নির্মাণ করেছেন লেখক। 

শিশু-কিশোর সাহিত্য যেখানে দিনদিন কমে আসছে সেখানে সুদীপ দত্তের  ও দোয়েল পত্রিকার যৌথ প্রয়াস স্মরণীয় হয়ে থাকবে। ভাল লাগছে জেনে যে, তাঁরা ছোটদের জন্য ভাবছেন যার আজ একান্ত অভাব অথচ সবচেয়ে বেশি প্রয়োজন।     


No comments:

Post a Comment