Tuesday, January 21, 2020




বলি বলি করে
বাণী প্রসাদ নাগ

তোমায় বলি বলি করে পারিনি বলতে
আজ সে কথাটাই কেন ভাবি বারবার
মনের গভীরে কতকিছু আসে ধেয়ে 
যেমন আসে মেঘ উদার গগনে। 
                        
প্রথম দেখার দিনক্ষণ আর নেই মনে
তবে আছে শুধু মনে, তোমার চাহনিটুকু
তখন ছিল না ফোন, ছিল না সেলফোন
থাকলে আজ হাহুতাস হতো না অকারণে।
                         
এতদিন পরেও চাহনির স্মৃতিটুকু ধরে 
কেন অাক্ষেপ বুঝি না এখনও আমার
পলকেই পেয়েছি যে অফুরান ভালোবাসা
সেই সম্বলটুকু সম্পদ হয়ে থাক জীবনে। 

No comments:

Post a Comment