অন্তরা
কানাই লাল পাল
তুমি তো জানোনা, কত শিশির বিন্দুরা
একে একে বলে গেছে ভোরে।
পাতাদের ঝরা নাকি শীতের অন্তরা,
আগামী বসন্ত বাহুডোরে।
পাখিরাও বলে যাবে কোন এক প্রাতে,
সর্ষের ক্ষেতের ওই শেষে,
বসেছে কোকিল সারে সারে মিঠে রোদে
কচি পাতাদের আশেপাশে।
সেদিন তোমাকে ডেকে নেব ডিঙাটায়
দাঁড়হীন ভেসে যাব জোয়ার ভাঁটায়।
(ছবি- শৌভিক রায়)
No comments:
Post a Comment