বটু কৃষ্ণ হালদার
রক্তাক্ত আবির
পলাশ ফুলে রং ধরেছে,ভাসছেখুশির ভেলা
ওই দেখো সময় এলো, দোল পূর্ণিমার মেলা।
নদীর ওই শান্ত জলে, মাঝি ভাসায় পাল
আবীর রঙে রঙিন হলো, নববধূর গাল।
প্রতিনিয়তঃ ঝরছে রক্ত,হচ্ছে আবির খেলা
তাই আজকে অনেক ফিকে, বসন্তরই মেলা।
চাঁদের হাসি মিলিয়ে গেল,রাহুল কথা শুনে
সন্ত্রাসে ওই মরছে মানুষ,হবে না শেষ গুনে।
No comments:
Post a Comment