দেবর্ষি সরকার
ভুবন মোহিনী
বসন্ত এলো যে ধরায়,
উদাসি কোকিলের সুর মন ভরায়।
কৃষ্ণচূড়ায় রাজপথ সাজে,
সংগীতের কলতান কানে বাজে।
মদন দেবের আশীর্বাদ,
আবির রাঙ্গা চারিপাশ।
বউ কথা কও পাখি ডাকে,
ছেলে-বুড়ো সব আনন্দে মাতে।
ভ্রমরায় দল বেঁধে চলে,
ফুল ফোটে কাননে কাননে।
বৃক্ষে নতুন পত্র-পল্লব জাগে,
সবকিছু অপরূপ লাগে।
No comments:
Post a Comment