নন্দিতা বটব্যাল
পরের বসন্তে
এই বসন্তে নাহয় থাকবো তোমায় ছাড়াই,
পরের বসন্তে এসো তাজা ফুলের সুবাস নিয়ে।
উদাসী কোকিলের ডাকে মন ভোলাবো,
হেঁটে যাবো কৃষ্ণচূড়ার লাল পথ দিয়ে।
এই বসন্তে নাহয় আবীর থাকবে তোলা,
শিমুলের রঙে রাঙিয়ে অন্তর, জ্বলব ধিক্ ধিক্।
তোমার আমার লাল নীল রঙের খেলা,
পরের বসন্তে মিটিয়ে নেবো ঠিক।
এই বসন্তে নাহয় বিকেলগুলো কাটিয়ে দেবো একা,
মন ভাসাবো মৃদু মন্দ দখিনা বাতাসে।
এ বছরের ইচ্ছেগুলো সাজিয়ে নিয়ে,
পরের বছর এসো কিন্তু এই পলাশের মাসে।
No comments:
Post a Comment