অমিতাভ দাস
বসন্ত আর ছবি
কত কবি লিখেছে বসন্তের কবিতা কাগজের পাতায়
চৈত্রের ধুলো মাটি মাখা নিঃস্ব ফকির একাকী সন্ধ্যায়
কতশত আলো মাখা নদী একে একে বয়ে গেছে
বসন্তের পলাশের ডালে কমলা রং ছুঁয়ে আছে
শিমুলের কুঁড়িতে শুধু আকাঙ্ক্ষা তার
মিশে গেছে সে মাটির পথে লাল রংয়ে বারবার
বসন্তের বাগানে রং ফুটেছে কত কত
জানালা খুলে চিত্রকর সারাদুপুর আঁকত
অগোছালো গ্যালারিতে ছবিরা ব্যক্তিগতও একান্ত
কখন যে রং থেকে অনন্ত রংয়ের দিকে হাঁটত
জল রং, তেল রং হাতে মেখে ছবির গায়ে
রং পেন্সিল,সরু মোটা তুলি আর জল ছুঁয়ে
ছবি শুধু ছবি নয় সৃজন জীবন্ত
বসন্ত ছবি হলে চিত্রকর ঘুমাতো।
No comments:
Post a Comment