সাগরিকা কর্মকার
বসন্ত আর বিরহ
শাশ্বত কাল ধরে তোমার জন্যে
লিখে চলেছি প্রেমের কাব্যে
গভীর ভালোবাসা ; অন্তহীন ব্যথা
তোমাকে বলা হয়নি যে কথা
আজও বসন্ত এসে গেছে প্রিয়,
বাসন্তী রঙে আমায়, তুমি রাঙিয়ে দিও
ঢেকে দিও বিরহের ঢাকাই শাড়িতে,
সাজিয়ে দিও ঋতু ফুলেতে
গোপন ইচ্ছেগুলো মিশে থাকবে ফাগুনের বাতাসে
আর তোমার-আমার প্রতিটি দীর্ঘশ্বাসে।
No comments:
Post a Comment