স্বপন কুমার দত্ত
আজ বসন্তে
আজ ফাগুন লেগেছে বনে বনে,
তাই অপার আনন্দ মনে মনে।
রক্তরাঙা শিমূল আর কৃষ্ণচূড়ায়,
কিংশুকও সাথে মেতেছে ফাগুয়ায়।
ঘরে কী আর আটকে থাকে মন,
বেরিয়েছে মাদল নিয়ে আদিবাসীজন।
ধামসা মাদলের ধিতাঙ বোলের তালে,
ছন্দে ছন্দে তাদের সর্বাঙ্গ দোলে।
শুরু হয় তাদের ভাষায় গান,
ঢেলে দিয়ে সুরের আবেশে মনপ্রাণ।
অপার আনন্দ উপভোগ করে প্রকৃতি,
নৃত্য বিভঙ্গে সবাই উঠেছে মাতি।
No comments:
Post a Comment