Monday, February 20, 2023


 আমন্ত্রিত কবিতা 


একুশে ফেব্রুয়ারি 
পার্থ বন্দ্যোপাধ্যায় 

বার বার তুমি ফিরে ফিরে আস
একুশে ফেব্রুয়ারি 
চোখে ভেসে ওঠে মৃত্যুমিছিল
আঁকা হয় সারি সারি 
ভাষার সে গান শহীদের দান
আজও হায় শোনা যায় 
রক্ত ঝরানো ফোটা ফুল গুলি 
আসে না তো ফিরে হায়।

সাঁঝের আজানে শঙখ ধ্বনিতে
শুনি মর্মর ধ্বণি 
রফিক সালাম জব্বার ভাই 
মাতৃভাষার মণি 
কেঁপে ওঠে বুক ছুঁয়ে যায় মন
একুশ কে কাছে পেলে 
ভাষার লড়াইয়ে কতগুলো প্রাণ 
অকালে গেল যে চলে।

No comments:

Post a Comment