Monday, February 20, 2023

আমন্ত্রিত কবিতা
 

এই ২১ 

সুদীপ দত্ত 


এই ২১ এ 
তুই আমাকে বর্ণমালার মতো ভালবাসা দিয়ে যা মনীষা
অ আ ই-- নিষ্পাপ বর্ণের কাছে ভালবাসা রেখেছি সদ্য
শিউলিময় নিষ্কলুষ প্রথম প্রভাতে। 
মায়ের ক্ষীণকায় শাঁখা, বাবার গন্ধ মাখা ঘাম- পাঞ্জাবি। হালকা  লাল মলাটে লেখা বর্ণ পরিচয়। 
বাবার হাত ধরে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ লিখতে লিখতে 
ক্রমশ বড় হয়েছি অথচ মনীষা, দিন দিন প্রতিদিন 
পল পল প্রতি পল 
ছোট হয়ে এসেছে বাবা, মা এমন কী ভালবাসার সবুজ ছায়াও।
এখন শূন্য মরূদ্যানে  বর্ণমালার মতো ভালবাসা অথবা, ভালবাসার মতো বর্ণমালা খুঁজে ফিরি মনীষা। 
তুই আমাকে বর্ণমালার মতো ভালবাসা  দিয়ে যা মনীষা
এই ২১ এ --

No comments:

Post a Comment