বন্দনা
বাংলা ভাষা বন্দনা
মৌমিতা মোদক
আমরা বাঙালি
বাংলা আমাদের মাতৃভাষা।
তোমাকে শিখে জীবন গর্বে ঠাসা।
অ আ দিয়ে শুরু তুমি বর্নপরিচয়,
অ তেই অন্তিম;
মায়ের মত আগলে রাখো-
তুমি অপরাজেয় তুমি অসীম।
তুমি শুষে নাও জীবনে যত আছে না পাওয়া,
তোমার চর্চায় বদলে যায় নীমেষে দূষিত বাতাস,
বদলে যায় আবহাওয়া।
বাংলা ভাষা মোদের পরম পাওনা পরম আশীর্বাদ,
তোমায় অমরত্ব দিতে রক্ত ঝরিয়ে বারকত, আহমাদরা বেছে নিয়েছিল মৃত্যুখাদ।
মাথার উপর ছাদ তুমি প্রিয় মাতৃভাষা,
তোমায় দিলাম-
গোলা ভরা ধান আর উজার করা ভালোবাসা।
No comments:
Post a Comment