Friday, October 3, 2025


 

মুনা 

অনলাইন আশ্বিন  সংখ্যা ১৪৩২

সম্পাদকের কথা

উমা ফিরে গেছেন। প্রতিবারই ফেরেন। নতুন নয় সেটি। কিন্তু তাঁর ফেরার সঙ্গে সঙ্গে যে বিষণ্ণতা গ্রাস করে আপামর বাঙালিকে, তার থেকে মুক্তি কোথায়? 

তাই মন উচাটন। নিজেদের শান্ত করার চেষ্টায় বেরিয়ে পড়ি আমরা কেউ `ঘর হতে শুধু দুই পা ফেলিয়া`, কেউ বা আবার নীলকণ্ঠ পাখির খোঁজে বহু দূরে। সেই টুকরো-টাকরা সাধ ও সাধ্যের মধ্যে বিরাট ফারাক থাকা আমাদের অর্থাৎ আম-জনতার ছোট্ট ছোট্ট বেড়ানো নিয়েই মুজনাই অনলাইন আশ্বিন সংখ্যা ১৪৩২। ছোট্ট প্রয়াস। তবে ইচ্ছে বিরাট।

সবশেষে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। মঙ্গল হোক সকলের। সমৃদ্ধি আসুক প্রত্যেকের।    



মুনা 

অনলাইন আশ্বিন সংখ্যা ১৪৩২



রেজিস্ট্রেশন নম্বর- S0008775 OF 2019-2020

হসপিটাল রোড 

কোচবিহার 

৭৩৬১০১

ইমেল- mujnaisahityopotrika@gmail.com 

প্রকাশক- রীনা সাহা  

প্রচ্ছদ ছবি- দার্জিলিংয়ের পথে টয়ট্রেন 

সম্পাদনা, প্রচ্ছদ ছবি, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায় 


    এই সংখ্যায় আছেন যাঁরা

চন্দ্রানী চৌধুরী, গৌতমেন্দু নন্দী, শ্রাবণী সেনগুপ্ত, ঋতুপর্ণা ভট্টাচার্য,

অভিজিৎ সেন, পার্থ বন্দ্যোপাধ্যায়, কবিতা বণিক, চিত্রা পাল, পিনাকী রঞ্জন পাল


অনলাইন আশ্বিন সংখ্যা ১৪৩২

No comments:

Post a Comment