Monday, November 3, 2025


 

স্মৃতি 
শাহীন খান

গায়ে মেখে ধুলি
খেলে ডাংগুলি
ঘরে ফিরে আসতাম
তারপর মা
বকতেন যা
 মৃদু মৃদু হাসতাম। 

সন্ধ্যায় পড়া
অংকটা কড়া
হারিকেনের আলো
লাগতো যে ভালো! 

পড়া ফেলে গল্প?
হতো বিকল্প
হো হো হাসি
কখনো বা কাঁশি। 

ভাত খেয়ে ঘুম
সব নিঝঝুম
স্বপ্নেতে উড়ি
আমি লাল ঘুড়ি। 

সেই দিন নাই
কোথা গেলে পাই?

মা আমার কই
কতো জ্বালা সই
বুকজুড়ে তাই 
বেদনার ঘাঁই
 হাহাকার বই!! 

No comments:

Post a Comment