Monday, November 3, 2025



পৃথিবীর সাথে চুক্তি

 সম্রাট দাস

                      
পৃথিবীকে কিছু দিতে ইচ্ছে করে;
চন্দ্র যেমন অনাবিল শীতল সুন্দর চন্দ্রপ্রভা দেয় পৃথিবীকে।
আটলান্টিক মহাসাগর যেমন তৃষ্ণা মেটায় আমার; 
শিউলিসুরভি যখন নাক দিয়ে প্রবেশ করে মস্তিষ্কে;
তখন নিউরনগুলো নৃত্য করে কোন এক দৈব সুখে,
সে সুখ আমায় বাতাস এনে দেয়!
সন্ধ্যায় জ্বলতে থাকা তুলসী প্রদীপ যেমন আলো দেয়; 
তেমন আলো দিতে ইচ্ছে হয় পৃথিবীকে!
প্রাচীন মহাকাশ যেমন আশ্রয় দিয়েছে পৃথিবীকে, ভালোবেসে; 
তেমনিই ভালবাসতে ইচ্ছে হয় পৃথিবীকে!
পৃথ্বীমাটি ফল পত্র হয়ে যেমন ক্ষুধা মেটায় আমার;
তেমনই পৃথিবীর ক্ষুধা মেটাতে ইচ্ছে হয়!

ক্রমে আমার আর পৃথিবীর চুক্তি হলো;
মৃত্যুর পর মাটি হয়ে, পৃথিবীকে মাটি উপহার দেবো,
মাটি বাড়বে পৃথিবীর...

No comments:

Post a Comment