Monday, November 3, 2025


 


প্রকৃতির রাগ
প্রশান্ত লোহারা

অসময়ে সব কিছু
পূজা থেকে বৃষ্টি
বদলে যাচ্ছে সব
আদি কালের কৃষ্টি ।
আবহাওয়ার নেই
পূর্বাভাসের মিল
শীত গ্রীষ্ম বর্ষা 
সময়মত অমিল।
জীব জগতের
জীবনে এই যে বদল 
প্রকৃতির কি যে মায়া 
হয়ে যাই অচল ।
পঞ্জিকাও বদলে যাচ্ছে 
পূজাও হয় আগে
আমরা কি এসে গেলাম
ধ্বংসের শেষ ভাগে।
প্রকৃতির এই রাগে
বিপন্ন  আজ সবাই
তবুও আমি  আজও
জীবনের জয় গান গাই  ।

No comments:

Post a Comment