খোঁজ
অর্পিতা রায় আসোয়ার
ভাবনায় শান দিয়ে যখন 
আবারও নিমগ্ন হই 
সহজাত অভ্যাসে
খুঁজে ফিরি কোনো এক 
দুষ্প্রাপ্য, তপ্ত দুপুর 
যার উষ্ণ আলিঙ্গনে 
প্রশমিত হবে 
গভীরতম শীতল ক্ষত 
দীর্ঘ প্রতীক্ষিত প্রহরেরা হবে 
স্থিত 
অব্যক্ত শব্দেরাও 
খুঁজে ফেরে 
মুখর হবে বলে......

No comments:
Post a Comment