Monday, November 3, 2025


 


জীবনের আলোয়…

প্রতিভা পাল 


প্রতিটি গন্তব্য, পথের খবর রাখে।

হেঁটে চলা সেই গতির কাছে সময় নতজানু হয়।

ব্যবধান, ব্যাপ্তি বিলম্ব এঁকেও 

ঠিক একদিন পৌঁছে যায় 

কী এক অমোঘ টানে!

ক্লান্তি, উপলব্ধি, অনুভব তখনও অবশ্য 

ঋণ গচ্ছিত রাখে, ধৈর্যর কাছে।


স্মৃতি-জমা সেসব উত্তাল ঢেউ

সমুদ্রর মতো আছড়ে পড়ে কখনও কখনও।

পা ভিজিয়ে আপন মনে ফিরে যায় তারপর। 

স্থির হয়ে দাঁড়াতে হয় সেসময়। 

পায়ের নীচের বালি 

সরে সরে যাওয়া অনুভব করে

কিছুক্ষণ পর সরে আসতে হয় রোদের কাছে। 

শিরশিরে হাওয়ায় আর্দ্রতা উড়িয়ে 

ভালবাসা হতে হয় জীবনের আলোয়

সূর্যর মতো.....

No comments:

Post a Comment