দুটি কবিতা 
বিজয় বর্মন 
অনুতাপ 
তুমি রাগ করেছো বলে,
আমার মাথাটা ঠিক নেই ,কথারা কেমন যেন এলোমেলো,
আমার ভুল বুঝতে পেরেছি,দেখো
মাথা নূইয়ে আছি,
তুমি বুঝলেই ভালো।
তুমি যে কষ্ট পাচ্ছ গো,
তোমার অনুতাপ আমি খুব বুঝি,
আমার কষ্ট ধুর ছাই,
চোখে চোখ রাখো, তোমাকেই যে খুঁজি।
অণু কল্প
একটা ঝড় চলে গেল,
অনেকটা দূরে,এক রেখায় সাজানো প্রকৃতি,
কি নাম দেব তার , হৈমন্তী কার্তিকে,
কিই বা বলার আছে বলো,
এই জীবন্ত শহীদের প্রতি।
স্থির হয়েছে চোখের মনি, 
বোবা অদৃশ্য দেখে যাও বুকের ভেতর, 
আতর দানী গড়েছি নিজেকে,
ভরিয়ে দাও ছড়িয়ে দাও এই বাতায়ন জুড়ে,
তুমি নামের আতর।

No comments:
Post a Comment