Monday, November 3, 2025


 

ঘূর্ণিপাক
মোঃ আব্দুল রহমান

রাত আর দিন চলছে
পরিক্রমণ
আদিম মঞ্চ ভেঙে অত্যাধুনিক নির্মাণ
পর্দায় ভিলেন এলো গেল
তবুও সিনেমা শেষ হল না কখনো
দুর্দান্ত অভিনয়

কেবল অভিনেতা আর অভিনেত্রী
চরিত্র পাল্টালেও
পর্দার আড়ালে পরিচালক
মোটেও কাহিনি পাল্টাল না, কেবল কপি পেস্ট
নায়ক এল, নায়ক গেল
তবুও নায়িকার অভাব মিটলো না

সিনেমার সুন্দর নাম দেওয়া হল---
ঘূর্ণিপাক!

No comments:

Post a Comment