Monday, November 3, 2025


 

দৃশ্য 

অভিজিৎ সেন

                       (১)

স্তরে স্তরে চাপা পড়ে আছে রক্তে স্নাত ইতিহাস 
বারুদে বাতাসে মিশে একাকার 
প্রতিটি দৃশ্যের আছে অব্যক্ত আত্ম যাপন 
পর্ণমোচির পাতার মতো ছড়িয়ে ছিটিয়ে শব 
বিপ্রতীপ মুখোশের বহুমাত্রিক আন্ত-গহন
পৃথিবীর সব আলো শুষে নেয় যুদ্ধবাজ বুদ্ধিদীপ্ত স্বৈরাচারী 
পৃথিবী জ্বলছে আগুনে মাতাল বিস্ফোরণে 
         
                        (২)    
        
এক বিন্দু দয়া নেই 
বুলেট গর্জে চলেছে ভোরে সাঁঝে
কতটা সময় আছে অবশিষ্ট ? অনিশ্চিত আজ !
যুদ্ধের নৃশংসতা পরিধান তাদের উৎসবে ব্যসনে
আকাঙ্ক্ষারা দলে দলে মরে গেছে মৃত্যু দেখে দেখে 
বাঙ্কারের আশ্রয়ে তাদের কবর-যাপন
যেকোনো সময়ই হারিয়ে যাবে স্বাধীনতা মাটি থেকে 
মিসাইল ঠিক করে তাদের পরবর্তী ট্যানটেলাস গন্তব্য

                      (৩)

ছড়িয়ে ছিটিয়ে আছে অজস্র শুকনো 
পাতার মতো সম্ভাবনাময় দেহ খন্ড 

বেশিরভাগ লোকই জানে না যুদ্ধ শব্দের অর্থ কী,কেনই বা হয় ?

তবু যুদ্ধ হয়, লক্ষ লক্ষ দেহ মিশে যায় বারুদের ধোঁয়ায়... 

বাস্তহারা লাখে লাখে ; নেমে যেতে হয় অনিকেত যাযাবর জীবন যাপন । 

শিশুগুলো খিদে পেলে কান্না করে চিৎকার করে... 
অস্থায়ী তাঁবুতে শিশুরা জড়ো হলে খেলাও করে....
ওরা যুদ্ধ বোঝেনা ওরা হাসতে খেলতে জানে.... 

ওরা কেড়ে নেয় বুলেট-শমনে---হাসি,খেলা,শৈশব কল্পনা 
পৃথিবীকে তবে রেখে যাবে কাদের হাতে ?

No comments:

Post a Comment