প্রবীণ রাত
অলকানন্দা দে
রাত্রির জানালায় উঁকি দেয় কালো
পৃথিবীর স্তব্ধতা নিভিয়েছে আলো
অদূরে চলার পথ বিশ্রাম নেয়
শ্রান্তির ক্লান্তির দহন ঝরায়।
আকাশ ঘুমিয়ে পড়ে শিথিল প্রহর
গাঢ় নিদ সাধনায় ডুবেছে শহর
শুকতারা একা জ্বলে পূর্ব নীলে
নিরালা নিশির সুর বয় নিখিলে।
বিশ্রামে মন করে স্বপ্নের খোঁজ
গায়ে-পড়া ঐ শশী আকাশী সরোজ
আলো দেয় রাত্রির ভাবনার গায়
অনুভবী ভালোবাসা যেন চাঁদ পায়।
নদীও ঘুমিয়ে পড়ে নিশার কোলে
বিশ্রাম বিশ্রাম তারও মন বলে
গাছপালা অরণ্য রাতের কবি
সারি সারি কবিতার মহৎ ছবি।
রোদে পোড়া জীবনে রাত্রিটা চাই
জীবিকার ক্লান্তি বলে যায় তাই
সুরে সুরে এসো তুমি কন্ঠ ভরে
তারা জ্বেলে মননের হুতাশ পরে!

No comments:
Post a Comment